রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ঘূর্ণিঝড় রেমালের অবস্থা রাজবাড়ীতে

একে আজাদ, রাজবাড়ী / ৩৭
নিউজ আপঃ বুধবার, ২৯ মে, ২০২৪, ৩:১০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব রাজবাড়ীতেও। ২৬মে দিনগত মাঝ রাত হতে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝড়ো বাতাস। দমকা বাতাসের তাণ্ডবে মাঝরাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছপালা ভেঙে ইন্টারনেটের, ডিস লাইনের ও বিদ্যুতের তারের উপর পড়ে। বিভিন্ন এলাকায় ইন্টারনেট ও ডিস লাইনের
তার ছিড়ে পড়ে। এতে করে কোন এলাকায় দু’দিন আবার কোন এলাকায় তিন দিন ধরে ভোগান্তিতে পড়ে জনসাধারণ। রাত শেষে দিনের শুরুতেই মোবাইল ও ব্যাটারি চালিত যানবাহন অচল হয়ে পড়ে, মোবাইলে কথা বলা ও যাতায়াতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় শ্রমিকের কাজ-কর্ম, দরিদ্র মানুষদের ও তাদের গবাদিপশুর খাদ্য সংকটে প্রভাব পড়ে।
এদিকে, ২৭মে রাত ৮.টার দিকে মুঠোফোনে যোগাযোগ করে রাজবাড়ী পল্লী বিদ্যুত অফিসসূত্রে জানাযায়; বিভিন্ন এলাকায় গাছ উপরে ও গাছের ডাল পালা ভেঙে বিদ্যুৎতের তারের উপর পড়েছে, সেগুলো পরিষ্কার না করা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না, আগামীকাল ২৮শে মে ১২.টার আগেই বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানান।
পরবর্তীতে, পিডিবির আওতাধীন এলাকায় ২৮মে দুপুর হতে বিদ্যুৎ চালু হলেও, পল্লী বিদ্যুৎ সরবরাহ করেছে কোন কোন অঞ্চলে সন্ধ্যায় আবার কোন কোন এলাকায় রাত ১০/১১ টার দিকে। রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের মানুষ পল্লি বিদ্যুৎ পেয়েছেন রাত ১১ টার দিকে। বিদ্যুৎ চালু হলেও এখনো অনেক এলাকায় ইন্টারনেটের তার সংযোগ দিতে পারেনি, যার কারণে অনেক এলাকায় ব্রডব্যান্ডের লাইন চালু হয়নি। তবে ব্রডব্যান্ড ব্যবসায়ী মিলন জানান, ঝড়ের কারণে আমাদের অনেক ইন্টারনেট ও ডিস লাইনে তার ছিড়ে গেছে, এতে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। আজ বেশ কিছু এলাকা সংযোগ দিতে পেরেছি, যে সকল এলাকায় এখনও ঠিক করতে পারিনি আগামীকাল ইনশাল্লাহ সে লাইনগুলো ঠিক হয়ে যাবে বলে তিনি জানান।
ইন্দ্রনারায়ণপুর গ্রামের বাসিন্দা হাসি বেগম বলেন; আমাদের গ্রামে ৬ দিন বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিলাম। প্রথম দিকে গাছ-পালা পরিষ্কার অভিযানের জন্য ২৩ ও ২৪ মে সকাল ৮ টা হতে ৫ টা পর্যন্ত বিদ্যুৎ ছিলনা, ২৫মে সকাল ৮ হতে রাত ৮টা পর্যন্ত বিদ্যৃৎ ছিলনা। এরপর আবার ঝড়ের কারনে ২৬ তারিখ রাত ১১টা হতে ২৮ তারিখ প্রায় রাত ১১টা পর্যন্ত বিদ্যুত ছিলনা। পরে রাত ১১টার পর থেকে বিদ্যুৎ পেয়েছি। এভাবে প্রায় ৬ দিন আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিলাম। বিদ্যুৎ না থাকায় পোলাপান নিয়ে গরমে ঘুমাতে পারিনি, রাতের বেলায় অন্ধকারে রান্নািবান্না ও চলাফেরা করতে খুবই কষ্ট হয়েছে, আবার মোবাইল বন্ধ থাকায় কারো সাথে যোগাযোগ করতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল, যাতায়াতের জন্য যানবাহনও পাওয়া যায়নি। বিদ্যুৎ না থাকলে যে কি জ্বালা, সেটা হারে হারে উপলব্ধি করতে পেরেছি।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share