গড়াই নদীর ভাঙন রোধে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে ৮০মিটার জিওব্যাগ ও ৮শত মিটার বেড়িবাঁধের কাজের উদ্ভোদন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯ নারুয়ার মরাবিলা গড়াই নদীর ভাঙন এলাকায় এ কাজের উদ্ভোদন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কমকর্তা আম্বিয়া সুলতানা।
এ সময় আরও উপস্তিত ছিলেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংকর প্রসাদ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী বালিয়াকান্দি এম এ শামিম, উপ-সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা মৃগী পওর মোঃ রনি, সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা বালিয়াকান্দি পওর মোঃ মাহামুদুল হাসান, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ স্থানীয় এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ী সূত্রে জানা যায়, নারুয়া ইউনিয়নের মরাবিলা ও কোনাগ্রাম এলাকায় গড়াই নদীর ভাঙন রোধে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৮০০ মিটার বেড়িবাঁধের কাজ শরু হয়েছে৷ এছাড়াও মরাবিলা প্রান্তে ৮০ মিটার এলাকার জুড়ে ২১৩ টি টিউব ব্যাগ ও ৪৮০ টি জিওব্যাগের কাজ ও শুরু হয়েছে।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে নারুয়া ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদীর ভাঙন অব্যাহত রয়েছে। তবে মরাবিলা গ্রামের এই এলাকায় এর আগে পানি উন্নয়ন বোর্ডের তরফ হতে তেমন কোনো পদক্ষেপ না নিলেও এখন যে কাজ হচ্ছে তাতে করে অন্তত ৬ শত হেক্টর ফসলি জমি বেচে যাবে। সেই সাথে স্থানীয়রা একটু হলেও ঝুঁকি মুক্ত ভাবে রাত্রি যাপন করতে পারবে।