October 28, 2025, 6:49 am
Logo
শিরোনামঃ
গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা সাভারে দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি সাভারে যুবদল নেতার উপর হামলা, আহত তিন  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সাভার বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নবাবগঞ্জে আদিবাসী  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। সাভার উপজেলার আশুলিয়া থেকে মাদক সহ ৫ জন গ্রেফতার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাঘায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 12
নিউজ আপঃ Tuesday, October 21, 2025

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

গুমের শিকার সুরুজ্জামান সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল,ও সাবেক সভাপতি সাভার পৌর ছাত্রদল।

সাভারের যুবদল নেতা সুরুজ্জামান গুমের শিকার হন ২০২৩ সালে। গুম হওয়ার ৬ দিন পর তাকে ফেরত দেওয়া হয়।

পরিবার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর। ডিবি পুলিশ তাকে নাটকীয়ভাবে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির করে বলে অভিযোগ ভুক্তভোগী সুরুজ্জামানের।

 

তিনি বলেন ২০২৩ সালের আগস্ট মাসে-দেশজুড়ে তখন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের উত্তাপ।

বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে ঢাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

এ অবস্থায় আদাবরের ভাড়া বাসা থেকে  ২০২৩ সালের ৫ আগস্ট, আমাকে  তুলে নিয়ে যায় ডিবির একটি টিম।

 

তিনি বলেন-গুমের পর অজ্ঞাত স্থানে আমাকে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, প্রথম তিন দিন কাটাতে হয়েছে রহস্যময় ‘আয়নাঘরে’, যেখানে  সব সময় চোখ ও হাত বেঁধে রাখা হয়েছিল।

 

ভুক্তভোগী যুবদল নেতা সুরুজ্জামানের অভিযোগ নিখোঁজের পরদিন থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।

অন্ধকার ছোট একটি ঘরে শুধু ফ্যানের শব্দ শোনা যেত সেখানে দুনিয়ার কোন খবর বোঝা যেত না, দুনিয়ার কারো সাথে কোন যোগাযোগ করার ব্যবস্থা ছিল না, চারদিকে কালো অন্ধকার ,গুটগুটে একদম একটা কবর। সেখানে যেমন শারীরিক নির্যাতন করতো তেমনি মানসিক নির্যাতন করতো,খাবার হিসেবে পেতাম শুধু পাউরুটি আর কলা। টয়লেটে যেতে হলে হাতে রশি বেঁধে নিয়ে যেত।’

 

তিনি আরও বলেন, কতটা নির্মম নির্যাতন করা হয়েছে আমাকে ভাষায় প্রকাশ করার মত নয়, মেরে পিটিয়া আমাকে অজ্ঞান করে রাখা হতো, এরকম কত সাধারন মানুষ এবং আমাদের নেতাকর্মীকে খুন করা হতো আটকে রাখা হতো নির্যাতন করা হতো তার কোন হিসাব মিলানো কঠিন।

এরকম জঘন্য অপরাধ, মানবতা বিরোধী কাজ এই বাংলাদেশের না হয়, এই বাংলাদেশের মাটিতে দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত ,বিচার হওয়া উচিত ভবিষ্যতে যেন এরকম দুঃসাহস কেউ না দেখাতে পারে।

 

মানবতাবিরোধী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঘটে যাওয়া ওই ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share