August 25, 2025, 9:59 am
Logo
শিরোনামঃ
বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নবাবগঞ্জে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করলেন আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জে সাংবাদিক রোকনের পিতার ইন্তেকাল র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বিতর্কিত করতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভার স্ব-আসনে বনগাঁও ইউনিয়ন পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কালুখালিতে যুবতীর উলঙ্গ মরাদেহ উদ্ধার 

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 414
নিউজ আপঃ Wednesday, March 24, 2021

রাজবাড়ীর কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর-চিলকা গ্রামের হাসান আলী শেখ এর ২য় মেয়ে ঝরনা বেগম নিলা (১৮) এর গলায় ওড়না পেচানো উলঙ্গ মরাদেহ উদ্ধার করেছে কালুখালি থানা পুলিশ।
বুধবার (২৪মার্চ) সকালে মোবাইলের মাধ্যমে সংবাদ পেয়ে কালুখালি উপজেলা কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কলার বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে মৃত ঝরনা বেগম নিলা একই উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর দায়পড়া গ্রামের শুকুর আলীর ছেলে অহিদুলের স্ত্রী।  স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নিলা তার বাবার বাড়িতেই থাকতেন।
ঝরনা বেগম নিলার কাকা শফিকুল ইসলাম বলেন, আমার ভাস্তির গত ৫ মাস আগে মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুরের দায়পড়ার অহিদুলের বিয়ে হয়। তবে ১ মাস সংসার করার পর আমার ভাস্তি জানতে পারে অহিদুলের আরো তিনটি বউ রয়েছে, ফলে সে বাবার বাড়ি চলে আসে।গত ৪ মাস যাবত সে তার বাবার বাড়িতেই ছিলো। তবে তাদের এখনো ছাড়াছাড়ি হয় নাই।
প্রতিবেশীদের মাধ্যমে জানাযায় গত কাল দুপুরে নিলাদের বাড়িতে ২টা ছেলে এসেছিল,তবে দূর থকে দেখার কারণে চিনতে পারি নাই।
ঝরনা বেগম নিলার বাবা হাসান আলী শেখ বলেন, আমরা জানতাম না অহিদুলের আরো বউ আছে। তবে জানার পর আমার মেয়ে বাড়ি চলে আসে তবে ছাড়াছাড়ি হয় নাই। গত কাল দুপুর ১ টার সময় অহিদুল তার এক বন্ধুর সাথে আমাদের বাড়ি আসে তখন আমি ও আমার স্ত্রী বাড়ি ছিলাম না। তবে কখন তারা আবার চলে যায় সেটা জানি না।
ঝরনার মা বলেন, গত কাল রাত ৮টার সময় আমার মেয়ে খেয়ে খেয়ে শুয়ে পরে, কিন্তু রাতে ৯ টার সময় তাকে আর ঘরে না পেয়ে আশে পাশে খোজাখুজি করি। তবে তাকে না পয়ে পরিবারের সবাই দুশ্চিন্তা করতে থাকি।
স্থানীয়দের মাধ্যমে জানাযায়, সকালে দুইটা ৮ বছরের শিশুরা মাঠে যেতে গেলে ঝরনা বেগম নিলার মরা দেহ উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে তাদের চেচামেচিতে আশেপাশের লোকজন এসে লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেয়।
কালুখালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share