স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মহিব্বুর রহমান এমপি প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ধানখালী একাদশ শেরেবাংলা স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো. জসিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র ফায়জুল আশিক তালকুদার,এমপির ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম।
টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হন শের-ই-বাংলা স্পোর্টি ক্লাব’র অতিথি খেলোয়াড় সোহেল, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ উইকেট পান ধানখালী একাদশ’র মিরাজ, সর্বোচ্চ রান সংগ্রহ করেন শের-ই-বাংলা স্পোর্টি ক্লাব’র বেল্লাল। এরা সকলেই ক্রেষ্ট এবং ৪ হাজার টাকা প্রাইজ মানি পান।
এর আগে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে ৫ ডিসেম্বর ২০২০ টুর্নামেন্টটি শুরু হয়। মোট ২১টি দল গ্রুপে এ, বি, সি, ডি, ই ও এফ গ্রুপে এ টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিটি গ্রুপে কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল সেমি ফাইনালে অংশ নেয়। আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, টুর্নামেন্টে ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস ও ক্রিয়াবিদ টিংকু রায়।