সিলেট প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে বশির মিয়া নামক ফেসবুক আইডি থেকে একজন ব্যক্তি করোনা ভাইরাস প্রতিরোধে “লিকার চা খেয়ে করোনা নিরাময় হবে” সংক্রান্তে একটি মিথ্যা, বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে আপলোড করে।
স্ট্যাটাসটি ওসমানীনগর থানার অফিসার ইনচার্জের দৃষ্টিগোচর হলে তিনি সিলেটে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কে অবহিত করেন। পরে গুজব রটনাকারীকে ধরতে পুলিশ অভিযান চালায়। পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালানোর আগে বশির মিয়া পালিয়ে যায়।
বশির মিয়া ওসমানীনগর থানার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক।