কবিঃ আনোয়ারুল ইসলাম(আনোয়ার)
ভোরের সূর্যটা যখন পূর্ব দিগন্তে মুচকি হাঁসি দিয়ে হেঁসে উঠে।
তখন আমি তাকে বলেছিলাম,
আমি সারা রাত তোমার অপেক্ষায় ছিলাম
একটি কবিতা লিখবো বলে।
আমি জানি তুমি আসবে রাঙা হাঁসি হেঁসে
ঘুনে ধরা সমাজটাকে বদলে দিবে।
দুরন্ত পাখিরা তোমার আশার প্রহর গুনছিলো
তুমি তোমার রাঙা প্রভাত দেখালে
বের হবে তারা তাদের খাদ্যের সন্ধানে,
আর তাদের কিচিরমিচির শব্দে জাগিযে তুলবে
গোটা দেশেটাকে গোটা পৃথিবী।
তুমি হাঁসলেই সবুজ ক্ষেত গুলো
তাদের দেহটাকে দুলিয়ে নাচবে,সারা পৃথিবীকে।
তুমি হাঁসলেই মাঝি-মাল্লারা গান তুলবে
তার মন মাতানো গানের সুরে ভাসবে সারাদেশ।
সবাই তোমার হাসির অপেক্ষায় ছিলো
সবার অপেক্ষার বাধ ভেঙ্গে অবশেষে তুমি এসেছো,
বিশ্বকে হাসিয়েছো নিজের মতন করে
সবার মনের আশাই পূরন করেছো তুমি।
তোমার ঐ রাঙা হাসি দিয়ে।