কবিঃআনোয়ারুল ইসলাম (আনোয়ার)
রুশি-রুমা ওরা দু’বোন, আসে আমার বাড়ী,
কার যে আমি রাখবো বেঁধে, কার বা দেব ছাড়ি।
রুশি তাকায় বাঁকা চোখে, এলো মাথার চুল,
কাজল কালো চোখ দু’টি তার, কানে সোনা দুল।
বুক ফেটে যায় মুখ ফোটেনা, দেখে আমার হাসে।
কি যেন সে বলিতে চায়, এদিক ওদিক চায়,
একলা হলেই ডাকে মোরে, চোখের ইশারায়।
হঠাৎ করে পিছন থেকে, চুল ধরে দেয় টান,
রাঙা পাখির মতন কভু, ধরতে আসে কান।
নাচুনী বেশ নাচতে জানে, নেচেই আমার মন,
জয় করিতে সাধনা তার, করছে নিবেদন।
রুমার কথা বলব কি আর, ছোট্ট তাহার প্রাণ,
সেথায় রেখে আমার ছবি, করছে শুধু ধ্যান।
চিকুন চাকুন গঠন গাঠন, দেখতে ভাল খুব,
আগুন ঝরা পাগল করা, সত্যি অপরূপ।
মধুর হেসে আদর করে, মিষ্টি কথা তার,
আমায় ছাড়া বোঝেনা সে, অন্য কিছু আর।
অন্তরে তার মধু আছে, উগড়ে দিতে চায়,
অহর্নিশি আসতে চাহে, আমার আঙিনায়।
গান গাইতে তাহার মত, শিল্পী মেলা ভার,
গানের সুরে চাহে আমার, মুগ্ধ করিবার।
রুশি-রুমা দুটি গোলাপ, একটি শাখা পরে,
ভাবছি সদা হৃদয় মাঝে, রাখবো কারে ধরে।
আমি রাখবো কারে ধরে!!!
এই বিভাগের আরও খবর....