হজ্বের নান্দনিক আনুষ্ঠানিকতা ত্যাগের মহিমায় চির ভাস্বর,
লাব্বাইক ধ্বনিতে আল্লাহর সান্নিধ্যে পৃথিবী প্রান্ত মুখোর।
মুমিন হৃদয়ে প্রশান্তির প্রস্রবণ বয়ে সর্বক্ষণ,
দাসত্ব গোলামীর সিক্ত নহরে উদ্বেলিত মুমিন গন।
অকুল হৃদয় ব্যাকুল প্রেমে স্বর্গ সুখ ধরণীতে নামে,
মন উজাড় করে সব কিছু বিলিয়ে নতশির প্রভুর দরবারে।
ধরণীর সব মোহ মায়া মমতা প্রীতি স্নেহের বন্ধন ছিঁড়ে,
পশুত্ব হিংস্র দানবীয়তা কতল করে লাব্বাইক খোদা তোমার দরবারে।
কবুল করো সব মনের আকুতি রক্তস্নানে ভাসে ধরাত্রী,
বক্ষ বিদীর্ণ উন্মুখ আমি দয়া করো মোরে অন্তর্যামী।
পাপের সাগরে গহীন অন্ধকারে ধরণী দুর্বিপাকে,
ঘূর্ণায়ন আবর্তে বিনা দ্বিধায় ডুবেছি প্রভু তরাও আজি এ প্রাতে।
চাওয়া-পাওয়ার নেই তো কিছু একটু কৃপা লাভে,
লা- শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে হাজির মরু প্রান্তরে।
ইব্রাহিম (আঃ)ইসমাইল( আঃ) অগ্নিপরীক্ষার স্মৃতি বিজড়িত শিক্ষায়,
মিলন মোহনায় হাজির মাশুকে নুড়িপাথর দুর্গম মরু বালির কাবায়।
মায়াবী পৃথিবীর বন্ধন ছিঁড়ে মেঘের ডানায় আকাশের বুক চিরে,
ফুলেল অর্ঘ্য তোমার চরণে দাও গো পাপ হৃদয়ের সব কালিমা দূর করে।
রবো না আর পাপ অরণ্যে নতশির কেবল তোমার চরণে,
এহরাম বাঁধি তহবন্দ শেরওয়ানি একখণ্ড সাদা কাপুড় কাফনে।
স্নেহ প্রীতির ফল্গুধারায় সিক্ত হোক পৃথিবী ভ্রাতৃত্ব ভালোবাসায়,
সকলের তরে প্রত্যেকে আমরা নেই ভেদাভেদ বর্ণ বৈষম্য চামড়ায়।
হিংসা হানাহানি কলহ দ্বন্দ্ব বিদূরিত হোক কালিমা মন্দ,
লাব্বাইক ধ্বনিতে ঈদগাহ মাঠে হাজির সকলে সেই আকুতি হৃদয়ে রিক্ত।
ওয়াদা পূরণের আজি সন্ধিক্ষণে,
কোলাহলে অন্তর মিলাই তোমার প্রীতি মমতার ডোরে।
আর নাহি জ্বলে যেন এই পৃথিবী উন্মত্ত হিংস্রতায়,
তুচ্ছ ঘটনায় হিংস্র লালসার শিকার ক্ষুণ ধর্ষণের ক্ষিপ্রতায়।
পাপ পঙ্কিলতার নোংরা আছে যত কালো দুয়ার,
স্বজন-দলীয় প্রীতি স্বার্থপরতা দুর্নীতি সুদ ঘুষ অনাচার কদাচার।
ধুয়ে যাক মুছে যাক মনের কালিমা সবার,
বিশ্বভ্রাতৃত্বে পরিচয় হোক আমরা এক মুসলিম উম্মার।
দূর হোক সকল মনের কালিমা শান্তি সমৃদ্ধির সমাজ বিনির্মাণে,
ওয়াদাবদ্ধ মোমিন হৃদয়ে ঈদুল আযহার রক্ত জোয়ারে।
ঈদুল আযহার পবিত্র দীক্ষা,
প্রতি ঘরে ঈমানের আলোর বিচ্ছুরণে দীপ্তমান হোক ভ্রাতৃত্ব ভালোবাসা ত্যাগ-তিতিক্ষা।।