December 17, 2025, 1:29 pm
Logo
শিরোনামঃ
ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’

মোঃ বাহারুল ইসলাম 6
নিউজ আপঃ Wednesday, December 17, 2025

সাভারের আশুলিয়া থানার বাইদগাও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাশেদুল ইসলাম খোকন (৪০), পিতা শামছুল আলম, স্থায়ী ঠিকানা বাইদগাও, থানা আশুলিয়া, জেলা ঢাকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন

১) আব্দুল আল মামুন (২২), পিতা জসিম উদ্দিন, মাতা ফজিলা

২) ফজিলা (৩৮), স্বামী জসিম উদ্দিন

৩) ফজল (৫০), পিতা অজ্ঞাত

৪) জুলহাস (৪০), পিতা এসভু মন্ডল

৫) সাইফুল ইসলাম (৪৫), পিতা ছফুর কন্টাক্টার

সকলের সাং—বাইদগাও, থানা আশুলিয়া, জেলা ঢাকা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০/০৪/২০২৫ ইং তারিখে আশুলিয়া থানাধীন বাইদগাও মৌজায় অবস্থিত ৮ শতাংশ জমি ও ৮টি রুমসহ একটি বসতবাড়ি ১ নম্বর বিবাদীর ফুফু নুরুন্নাহার (৪০)-এর কাছ থেকে ক্রয় করেন বাদী মোঃ রাশেদুল ইসলাম খোকন। জমি ক্রয়ের পর থেকেই অভিযুক্তরা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে বর্তমানে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি মামলা চলমান রয়েছে। মোকাদ্দমা নং ৬০০/২০২৫-এর আওতায় উক্ত জমিতে ১৪৫ ধারা জারি রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অদ্য ১৫/১২/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০টায় অভিযুক্তরা আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে উক্ত বিরোধের জের ধরে বাদীর বাড়িতে আসে। এ সময় বাদী বাড়িতে না থাকায় তার স্ত্রী, দুই মেয়ে এবং বাড়ির ভাড়াটিয়া মুন্নি ও আলিয়া আক্তারকে এলোপাতাড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পাশাপাশি বাড়ির ভাড়াটিয়া নাফিস (১৭), পিতা মশিউর—কে ঘরের ভেতর আটকে রেখে জোরপূর্বক বাড়িতে তালা লাগিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

 

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভাড়াটিয়া নাফিসকে উদ্ধার করে। এ ঘটনায় বাদীর বড় মেয়ে শান্তা (১৭) গুরুতর আহত হয়ে বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে বাড়িতে আসার চেষ্টা করলে বড় ধরনের ক্ষতি সাধন করা হবে বলেও হুমকি দেয়। বাদীর ভাষ্যমতে, অভিযুক্তরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক এবং যে কোনো সময় যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। এ অবস্থায় অভিযুক্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের দাবি জানানো হয়েছে।

 

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মোঃ সোহেল মামুন বলেন, “অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share