
সাভারের আশুলিয়া থানার বাইদগাও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাশেদুল ইসলাম খোকন (৪০), পিতা শামছুল আলম, স্থায়ী ঠিকানা বাইদগাও, থানা আশুলিয়া, জেলা ঢাকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন
১) আব্দুল আল মামুন (২২), পিতা জসিম উদ্দিন, মাতা ফজিলা
২) ফজিলা (৩৮), স্বামী জসিম উদ্দিন
৩) ফজল (৫০), পিতা অজ্ঞাত
৪) জুলহাস (৪০), পিতা এসভু মন্ডল
৫) সাইফুল ইসলাম (৪৫), পিতা ছফুর কন্টাক্টার
সকলের সাং—বাইদগাও, থানা আশুলিয়া, জেলা ঢাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০/০৪/২০২৫ ইং তারিখে আশুলিয়া থানাধীন বাইদগাও মৌজায় অবস্থিত ৮ শতাংশ জমি ও ৮টি রুমসহ একটি বসতবাড়ি ১ নম্বর বিবাদীর ফুফু নুরুন্নাহার (৪০)-এর কাছ থেকে ক্রয় করেন বাদী মোঃ রাশেদুল ইসলাম খোকন। জমি ক্রয়ের পর থেকেই অভিযুক্তরা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বর্তমানে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি মামলা চলমান রয়েছে। মোকাদ্দমা নং ৬০০/২০২৫-এর আওতায় উক্ত জমিতে ১৪৫ ধারা জারি রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অদ্য ১৫/১২/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০টায় অভিযুক্তরা আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে উক্ত বিরোধের জের ধরে বাদীর বাড়িতে আসে। এ সময় বাদী বাড়িতে না থাকায় তার স্ত্রী, দুই মেয়ে এবং বাড়ির ভাড়াটিয়া মুন্নি ও আলিয়া আক্তারকে এলোপাতাড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পাশাপাশি বাড়ির ভাড়াটিয়া নাফিস (১৭), পিতা মশিউর—কে ঘরের ভেতর আটকে রেখে জোরপূর্বক বাড়িতে তালা লাগিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভাড়াটিয়া নাফিসকে উদ্ধার করে। এ ঘটনায় বাদীর বড় মেয়ে শান্তা (১৭) গুরুতর আহত হয়ে বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে বাড়িতে আসার চেষ্টা করলে বড় ধরনের ক্ষতি সাধন করা হবে বলেও হুমকি দেয়। বাদীর ভাষ্যমতে, অভিযুক্তরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক এবং যে কোনো সময় যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। এ অবস্থায় অভিযুক্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মোঃ সোহেল মামুন বলেন, “অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।