বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে আলোচনা সভা মিলাদ মাহফিল ও রক্তদান কর্মসূচির আয়োজন করে দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন। এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেম্বার পাথালিয়া ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড, মোঃ আনোয়ার হোসেন রানা। এসময় রানা তার বক্তব্যে বলেন, আমি হঠাৎ করে বিএনপিতে কিছু লোকজন দেখতে পাচ্ছি এদেরকে আমি চিনি না এবং বিএনপি’র দুঃসময়ে এদের কে কখনো দেখিনি, এরা অনুপ্রবেশকারী এবং সুবিধাবাদী, এদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গত ১৬ বছর আমরা বিভিন্ন রকম মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি, যারা ত্যাগী কর্মী তাদেরকে যেন আগামীতে মূল্যায়ন করা হয়, এবং ঢাকা ১৯ আসনের অভিভাবক হিসেবে বাবু ভাইকে দেখতে চাই।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান। সাভার উপজেলা ও আশুলিয়া থানা শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন পরিষদ মোঃ আরিফ হোসেন। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোবহান। সাবেক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সেখানে জুলাই আগস্ট এর নিহত শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত ও বৃক্ষ রোপন করেন, এবং শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন ও বিএনপি’র বিভিন্ন নেতা-কর্মী সহ সাধারণ মানুষরা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।