অর্পিত সম্পত্তির অধিকার সুরক্ষায় “অর্পিত সম্পত্তি প্রত্যার্পন ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নের” নীলফামারীতে মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এই কর্মসুচীর আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফের্ন্ডাস ফোরাম নীলফামারী জেলা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার মানিকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন ইউএসএস’র জেন্ডার ডেভেলপমেন্ড অফিসার সালমা আকতার।
নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম, ইউএসএস’র প্রকল্প সমন্বয়কারী শাহানাজ বেগম, প্রকল্প সমন্বয়কারী আব্দুল কুদ্দুস ও যুব নেত্রী ছবি রানী বক্তব্য দেন মানববন্ধন সমাবেশে।
পরে দাবী আদায়ে গণস্বাক্ষরসহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্বারকলিপি প্রেরণ করা হয়। অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।