অবশেষে সাভারের অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। এ সময় প্রতিষ্টানটির এক পরিচালককে ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রমাণ আদালত।
রাজউকের এস্টেট ও ভূমি-৩ এর উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, রেলিক সিটি নামে রাজউকের নিবন্ধন বিহীন একটি ডেভেলপার কোম্পানী যাদের কোন লিগ্যাল কাগজপত্র নাই, তারা অত্র এলাকার কিছু জমি কিনে অথবা বায়না করেছে। কিন্তু তারা প্রায় ২৭০০ একর জমির একট লে-আউট নক্সা প্রণয়ন করে তারা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন দামে প্লট বিক্রী করছে।
আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে আজকে এখানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির এ্যাডমিট ডিরেক্টরকে পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকার করেছে তারা ইতিমধ্যে কিছু জমি বিক্রী করেছে। তবে তারা ২৭০০ একর জমির লে-আউট নক্সা করলেও রেলিক সিটির নামে মাত্র ১০ বিঘার মতো জমির কাগজপত্র দেখাতে পেরেছে। যেহেতু রেলিক সিটির কোন নিবন্ধন হয়নি তাই এই প্রতিষ্ঠানের নামে তারা কোন ভাবেই করতে পারেনা। এজন্য তাদের যতগুলো সাইবোর্ড এবং বিলবোর্ড ছিলো সেগুলো আমরা অপসারন করেছি। এছাড়া তারা এখানে যে অফিসটি ব্যবহার করছিলো সেটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দের পাশাপাশি অফিসটি বন্ধ করে দিচ্ছি এবং তাদের একটি সেড ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। একইসাথে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালককে আমরা ঘটনাস্থলে পেয়েছি এবং সে দোষ স্বীকার করেছে। আমরা রিয়েলস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন ২০১০ অনুসারে প্রতিষ্ঠানটিকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছি। একইসাথে তারা আমাদেরকে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করবে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠান যাথাযত আইনী প্রক্রিয়া অনুসরন না করে এই ধরনের কোন কার্যক্রম তারা আর চালাবেনা এই মর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করবে।