রফিকুল ইসলাম জসিম ___নীলাদ্র,
তোমার ভুলে যাওয়া কথাগুলো
সোনার চিরুনীতে মাথায় গেথে রেখো,
আমি একদিন সময় করে ঠিক
খোঁপাটা খোলবো দেখো।
জানতে, তার মধ্যে কয়টা গ্রন্তি-বাধা কাটা আছে
এক একটা কাটায় এক একটা কথা————-
আমি গুনে গুনে দেখবো,
এগিয়েছি কতটা পিছিয়েছি কতটা
হৃদয় মোহনায় আছে কটা জোয়ার-ভাটা।