আজ বুধবার সকাল বেলা ১১ টার দিকে মাছ দুটি ঢাকার বড় এক ব্যবসায়ী কিনে নেন। জানাগেছে, ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদুরের পদ্মায় কালাম হলদার জাল ফেললে একটি কাতল মাছ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখা যায় মাছটি ১১ কেজি। সকালে ওই জেলে দৌলতদিয়া ঘাটের রুসু মাছটি বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডাকের মাধ্যমে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ৬৫০ টাকায় কিনে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।
অপরদিকে দেলোয়ার নামের এক জেলে ধরা পড়া সাড়ে ৬ কেজি ওজনের আইড় মাছটি ডাকের মাধ্যমে ১ হাজার ২৮০ টাকা কেজি দরে ৮ হাজার ৩শ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পড়ে তিনি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৮ হাজার ৭৭৫ টাকায় মাছটি বিক্রি করেন।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, একটু লাভের আশায় আড়ত থেকে ডাকের মাধ্যমে ১১ কেজি ওজনের একটি কাতল ও সাড়ে ৬ কেজি ওজনের একটি আইড় মাছ মোট ২০ হাজার ৯৫০ টাকায় কিনে মাছ দুটি ঢাকায় ২২ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন।