নিজের কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণ ব্যবহারে জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পাংশার হাবাসপুর ইউনিয়নের প্রায় তিন শতাধিক মানুষের হটাৎ করেই ছুটে আসা থানায়। কারণ একটাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেনকে কৃতজ্ঞতা ও নিজেদের ভালোবাসার জানান দেওয়া।