সাভারের অন্যতম ব্যবসায়িক গ্রুপ পরিবার গ্রামের বাড়ির বাজারের উদ্যোগে উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাভারের ডগরমোড়া এলাকায় জনপ্রিয় ঐতিহ্যবাহী বারবিকিউ চা এন্ড ফ্রুডস্ নামক প্রতিষ্ঠানে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
তরুণ উদ্যোক্তা ও প্রতিটি গ্রামকে ডিজিটাল মার্কেট তৈরিই আমাদের মূল লক্ষ্য এই স্লোগান কে সামনে রেখে গ্রামের বাড়ির বাজার ও বারবিকিউ চা এন্ড ফুডস্ এর সাথে সহযোগিতায় ছিলেন শতরঞ্জ, ড্রিম সুচ, তালহা হালাল ফুড প্রোডাক্টস, সাধের ঘর, স্টাইলিং স্টাইল, সাবারইন ওম্যান স্টাইল। এসময় গ্রামের বাড়ির বাজার গ্রুপের প্রধান সমন্বয়ক দিদারুল ইসলাম দিপু উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,তরুণ উদ্যোক্তা ও প্রতিটি গ্রামকে ডিজিটাল মার্কেট তৈরিই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আগামীতে সাভার, রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্লাটফরমটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিদারুল দিপু আরও বলেন, এখন সময় এসেছে অনলাইনের।
তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষ অনলাইনকেই বেছে নিচ্ছেন এ জন্য তাদের বিশ্বস্ততা অর্জন করার জন্য অনলাইন ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। উদ্যোক্তাদের বিনিয়োগে ভেজাল মুক্ত পণ্য সরবরাহ করার মাধ্যমে গ্রামের বাড়ির বাজার প্লাটফর্মটি এগিয়ে যেতে সাহায্য করবে।