May 13, 2025, 4:44 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে হাইওয়ে পুলিশের ধাওয়ায় দ্রুতগামী সিএনজি’র ধাক্কায় স্কুল ছাত্র গুরুতর আহত

প্রতিবেদকের নাম 420
নিউজ আপঃ Wednesday, September 25, 2019

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি উল্টে শ্রাবণ সরকার (১৪) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

সে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং দুর্গাপুর গ্রামের সুখলাল সরকারের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় বাকসাইর নামক স্থানে দ্রুতগামী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।

পরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share