মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরেঅবৈধভাবে বালি উত্তোলন ও ট্রাকে লোড করার সময় এক ব্যক্তিকে এক মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
গত ১৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকার সময় টিপরাছড়া ব্রীজের পাশে শাহপুর, মাধবপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ব্রীজের পাশে অবৈধভাবে বালি উত্তোলন ও ট্রাকে লোড করার সময় হাতেনাতে জজমিয়া নামে একজনকে গ্রেফতার ও বালুভর্তি ১টি ট্রাক আটক করা হয়।
গ্রেফতারকৃত জজ মিয়া (৪৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।তার পিতার নাম অহিদ মিয়া সর্দার, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া সদর বলে জানাযায়।
মোবাইল কোর্টে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি ও মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।