May 13, 2025, 4:47 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জনগনকে হয়রানি মুক্ত সেবা দিতেই বিট পুলিশিং কার্যক্রম- ডিআইজি কামরুল আহসান

প্রতিবেদকের নাম 381
নিউজ আপঃ Saturday, July 13, 2019

মাধবপুর প্রতিনিধি।। যদি কোনো পুলিশ সদস্য মাদক কিংবা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেয়ার পাশাপাশি চাকরিচ্যুত করা হবে। মাদক ও জঙ্গি তৎপরতায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত কোনো গডফাদারকেও ছাড় দেয়া হবে না।জনগনকে হয়রানি মুক্ত সেবা দিতেই বিট পুলিশিং কার্যক্রম। , প্রতিটি ইউনিয়নে যাতে জনগন তাদের অভিযোগ সরাসরি পুলিশের কাছে দিতে পারবে।এছাড়া ছোটখাটো বিরোধ বিট পুলিশের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।তবে মাদক জঙ্গি তৎপরতায় জড়িতের কোন ছাড় নয়।এবেলায় শূন্য সহ্য নীতি গ্রহন করা হবে।

আজ ১৩ জুলাই সকালে মাধবপুর থানা আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সিলেটের ডিআইজি কামরুল আহসান উপরোক্ত কথা বলেন।তিনি বলেন, একটি জাতিকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। আগামী বছর থেকে মাদকাসক্ত কাউকে সরকারি চাকরিতে প্রবেশ করতে দেয়া হবে না। চাকরিতে প্রবেশের আগে প্রত্যেককে মাদকাসক্ত কিনা পরীক্ষা করে দেখা হবে।

মাধবপুর থানা পুলিশের ওসি কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার গৌতম দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান,তৌহিদুল আলম চৌধুরী,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share