December 17, 2025, 12:46 pm
Logo
শিরোনামঃ
ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 89
নিউজ আপঃ Thursday, May 29, 2025

সাভারে গত এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এবি গ্রুপ লিমিটেডের নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা। তাদের অবরোধে দুটি সড়কের উভয় পাশের লেনে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এরপর বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

বিক্ষুব্ধ নারী শ্রমিক শাহিদা আক্তার বলেন, আমাদের কারখানায় এক হাজার শ্রমিক কাজ করেন। তারা এখন পর্যন্ত গত এপ্রিল মাসের বেতন দেয়নি। একইসঙ্গে ওভারটাইমের টাকাও দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

চলতি মাসে ২৫ তারিখের মধ্যে পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছিল তারা। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি।
শ্রমিক হুমায়ন কবির বলেন, আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি।

কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েকবার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি।
এবি গ্রুপ লিমিটেডের এইচ আর অ্যাডমিন মোহাম্মদ বাবু আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে,
আমাদের কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এসআই অনিল রায় বলেন, হেমায়েতপুরে এবি গ্রুপ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। আমরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share