May 17, 2025, 6:52 am
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 12
নিউজ আপঃ Friday, May 16, 2025

সাভারে ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার সাহারা ফিলিং স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার প্রাণঘাটি এলাকার নাছির উদ্দীন মোল্লার ছেলে সাব্বির হোসেন (২৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নাটোয়াবাড়ি এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মুরাদ (২০)।

জানা গেছে, এক নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন ছিনতাইকারী। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত জনতা ধাওয়া দিয়ে ছিনতাইকারী দুজনকে আটক করে। এসময় ছিনতাইয়ের মুলহোতা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে আটকদের গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, এক নারীর কাছ থেকে স্বর্ণের আংটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে রেডিও কলোনি এলাকার সাহারা ফিলিং স্টেশনের পাশ থেকে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share