রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় এআই কর্মীর চিকিৎসার পর গরুর মৃত্যু, দিশেহারা কৃষক

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি / ৬৬
নিউজ আপঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫২ অপরাহ্ন

রাজশাহীর বাঘায় প্রানী সম্পদ  অফিসের এফ. এ. (এআই) কর্মী সোহেল রহমানের বিরুদ্ধে চিকিৎসার পর গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ন্যায়বিচার পেতে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে তারেক রহমান।
অভিযোগ এবং বাদির মৌখিক বর্ণনা সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় অনেক কষ্টে ঋন ধারে দুটি গাভি গরু ক্রয় করে পালন করছেন কৃষক তারেক রহমান। একটি গাভীর অন্তঃসত্ত্বা পরীক্ষার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআই কর্মী সোহেল রহমানকে সংবাদ দেন। সোহেল রহমান তারেকের বাসায় গিয়ে গাভির (ছয় মাসের অন্তঃসত্ত্বা)  গর্ভকালীন জটিলতা আছে বলে জানান। গাভীর চিকিৎসা দিতে হবে। এজন্য ২৫০০ মত টাকা খরচ হবে। তখন তারেক এক হাজার টাকার মধ্যে চিকিৎসা দিতে বলেন। এরপর সোহেল রহমান গরুকে দুইটা ইনজেকশন পুশ করে এক হাজার টাকা নিয়ে চলে যান। চিকিৎসার পর থেকে গরুর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তারেক রহমান চিকিৎসা দানকারী এআই কর্মী সোহেল কে বারবার ফোনে বিষয়টি অবগত করেন। কিন্তু সোহেল রহমান বলেন, আমি রাজশাহী আছি, যেতে পারব না। অন্য একটি ডাক্তার দিয়ে দেখান । এরপর শনিবার দিবাগত রাতে রোববার ভোরে (১৭ সেপ্টেম্বর) গরু টি মারা যায়। প্রায় দুই লক্ষ টাকা দামের গরুর মৃত্যুতে গরীব কৃষক তারেক দিশেহারা হয়ে পড়েছেন।  বিষয় টি নিয়ে এলাকায় মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠ বিচার ও ক্ষতি পূরন প্রার্থনা করে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বরাবর লিখিত অভিযোগ করেন তারেক।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোহেল রহমান বলেন, আমি চিকিৎসা দিয়েছি ভি এস  স্যারের নির্দেশনায়। ভিজিট নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ২৫০০ টাকা আমি চাইনি । আমি চিকিৎসা দিয়ে এক হাজার টাকা নিয়েছি।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: শরিফুল ইসলাম বলেন, সোহেল পশু চিকিৎসক নয়। সে ফিল্ড এসিস্ট্যান্ট এ আই কর্মী। অনেক সময় আমরা না থাকলে সে যায়। আমাকে এই গরু সম্পর্কে জানিয়েছে। পরে আমার পরামর্শে সে ইনকেজশন পুশ করে। গরুটি মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত গরুর স্যাম্পল সংগ্রহ করেছি। এটি পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট আসার পরেই জানা যাবে কি কারনে এটি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শারমিন আখতার জানান, চিকিৎসার পরে গরুর মৃত্যু হয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share