শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি / ৪৫
নিউজ আপঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০১ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় ‘চাঁদার দাবীতে বাংলা ভিশন সাংবাদিকের বিরুদ্ধে মামলা’  শিরোনামে বিভিন্ন প্রত্রিকা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলা ভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। এতে মূল বক্তব্য হিসেবে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে কিছু পত্রিকা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। বলা হয়, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার লক্ষ্যে সাংবাদিকের ভুল, মিথ্যা ও বিভ্রান্তমুলক তথ্যদিয়ে এ নিউজ প্রকাশ করা হয়েছে।
লিখিত বক্তব্যে মহিবুল্লাহ মুহিব বলেন, ঢাকায় অবস্থানরত কলাপাড়ার প্রতিষ্ঠিতদের উদ্যোগে গত কয়েক বছর ধরে এলাকার আর্থ সামজিক উন্নয়নে কাজ করে আসছে ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম “কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব”। সকলের সহায়তায় কলাপাড়ার প্রতিটি ইউনিয়নে গত তিন বছরে প্রায় এক কোটি টাকার সহায়তা দিয়েছে এই সংগঠন। করোনায় চাকরি হারানো মানুষ এবং টিউশনী হারানো শতাধিক শিক্ষার্থীর মাঝে সর্বনিম্ন তিন হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেই আমরা। এছাড়া উপজেলায় করোনাকালে সর্ব প্রথম ফ্রি অক্সিজেন সিলিন্ডার সর্ববরাহ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আমাদের কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব। অন্তত ১০টি গৃহহীনের ঘর নির্মাণ করে দেয়া, ২২জন জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে কলাপাড়া থেকে ঢাকায় এনে চিকিৎসা করিয়ে গ্রামে পাঠানোর ঘটনাও সবার মাঝে আলোচিত হয়। করোনাকালে এলাকার বড় ভাইদের উৎসাহে আমরা এমন একটি ব্যবসায়িক প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেই, যার মাধ্যমে এলাকায় কিছু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি লাভ্যাংশ দিয়ে কলাপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায়, হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করা সহজ হয়। তারই অংশ হিসেবে কুয়াকাটায় একটি নিস্কণ্টক জমিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেই আমরা। প্রায় দুই বছর যাচাই-বাছাইয়ের পর ২০২০সালের জানুয়ারি মাসে কুয়াকাটার সানভিউ প্রপার্টিজ লি: এর ক্রয়কৃত এবং ২০১০ সাল থেকে কোম্পানির ভোগদখলে থাকা বাউন্ডারিকৃত ৩৬.৮০ শতাংশ জমি আমরা বায়না করি এবং আমাদের সাইনবোর্ড ফোন নাম্বারসহ বিস্তারিত জানিয়ে টাঙ্গিয়ে দেই।
জমি নিয়ে কোনো বিরোধ আছে কিনা তা জানতে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি পর্যন্ত দেই। প্রায় সাড়ে তিন বছর “জমিতে আমাদের ফোন নাম্বরসহ সাইনবোর্ড টাঙ্গানো থাকলেও কেউ কোনোদিন সেই জমির মালিকানা নিয়ে আমাদের কাছে কোনো আপত্যি জানায়নি। গত ১৫ মার্চ, ২০২৩ তারিখে সেল পারমিশন পাওয়ার পর ১৬ এপ্রিল, ২০২৩ তারিখ “সানভিউ প্রোপার্টিজ লিমিটেড”এর কাছ থেকে আমরা ৩৬.৮০ শতাংশ বায়নাকৃত জমির মধ্য থেকে ২৪.৮০ শতাংশ জমি সাব-কবলা রেজিস্ট্রশন করে নেই। আমরা ঢাকা থেকে আমাদের জমি পরিদর্শনে গেলে জনৈক আব্দুর রহমান শরীফ ওরফে মিজান শরীফ  (পিতা লতিফ শরীফ, গ্রাম-নিজামপুর, মহিপুর) নামীয় লোক আসে। তিনি দাবি করেন, ওই মৌজার বিভিন্ন দাগে তাদের ওয়ারিশসূত্রে পাওয়া ০৩ শতাংশ জমি রয়েছে। যেহেতু প্লটে জমির পরিমান ৩৬.৮০ শতাংশ, তাই আমরা আমাদের রেজিস্ট্রিকৃত ২৪.৮০ শতাংশ বুঝে নেয়ার পর তাকে অবশিষ্ট জমি নিয়ে আমাদের দলিলদাতা সানভিউয়ের সাথে বসার পারামর্শ দেই। কিন্তু পরে জানতে পারি আব্দুর রহামন শরীফ তাদের ওয়ারিশ হিসেবে প্রাপ্ত জমি আগেই সানভিউয়ের কাছে রিজিস্ট্রার্ড বায়না দিয়ে ৫লক্ষ টাকা নিয়েছে। কিন্তু বায়না দিলেও দীর্ঘ দিন ধরে জমি সাবকবলা দিতে তালবাহনা করছে। সানভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক সেই বায়না দলিল আমাদের সরবরাহ করার পর আমরা অবাক হয়ে যাই। শুধু সানভিউ নয়, একই জমি অন্তত পাঁচজনের কাছে বায়না দিয়ে বিভিন্ন অংকে টাকা নিয়ে প্রতারণা করেছে এই চক্রটি। এই প্রতারণার জন্য সানভিউয়ের কাছে পাত্তা না পেয়ে একদিন আমাকে ফোন দিয়ে আব্দুর রহমান শরীফ বলেন, আমাদের ক্রয়কৃত জমির মধ্যেই তার ওয়ারিশের জমি বিদ্যমান। সেই তিন শতাংশ জমির দাম বাবদ ৪৫লক্ষ টাকা না দিলে জমিতে কেউ গেলে লাশ হয়ে ফিরতে হবে বলেও হুমকি দেন তিনি। যার ফোন রেকর্ড সংরক্ষিত আছে। পরবর্তীতে আমাদের অনুপস্থিতিতে তিনি একক সিদ্ধান্তে আমাদের জমি মাপজোপ করতে যান। তখন আমরা সবাই ঢাকায় অবস্থান করছিলাম। এমনকি কুয়াকাটা পৌরসভার মেয়র বিষয়টি নিয়ে আমাকে ফোন করলে আমি তাকে জানাই যে, রহমান শরীফ আমাদের মধ্যে জমি পেয়ে থাকলে আমরা আপনার মধ্যস্ততায় কুয়াকাটায় বসে তার জমি বুঝিয়ে দেবো। (কল রেকর্ড সংরক্ষিত)। এরপর ২৯জুলাই, ২০২৩ তারিখ সকালে কাউকে কিছু না জানিয়ে আমাদের প্রায় ১৬ বছরের প্রাচীণ বাউন্ডারি ভেঙ্গে জমিতে প্রবেশ করে রহমান শরীফ গং এবং কয়েকজন চিহ্নিহ ভুমিদস্যু। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয় তারা। ওই দিনই আমরা মহিপুর থানায় এই সংক্রান্ত একটি জিডি করি। আমাদের কথা হলো- জনাব আব্দুর রহমান ওরফে মিজান শরীফ আমাদের বাউন্ডারি করা জমির ভেতরে জমি পেয়ে থাকলে তিনি আইনী পদক্ষেপ গ্রহণ করে আদালতের মাধ্যমে আসবেন। কিন্তু দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আমাদের সীমানা প্রাচীর ভাঙ্গলেন কোন অধিকারে? দ্বিতীয়ত: আমরা যাদের কাছ থেকে জমিটি ক্রয় করেছি, ওই মৌজায় সেই সানভিউয়ের দখলে বর্তমানে আরো জমি রয়েছে। আব্দুর রহমান ওরফে মিজান শরীফ গংরা সেই জমিতে না গিয়ে আমাদের দেয়াল ভেঙ্গে জমিতে ঢুকতে চান কেন? এর উত্তর আমাদের জানা। কারন তাদের জমি বায়না রেজিস্ট্রি দিয়ে সানভিউয়ের কাছ থেকে বিপুল পরিমান টাকা নিয়েছেন। সানভিউয়ের সাথে বসতে গেলে হয় সেই টাকা ফেরত দিতে হবে, নয়তো জমি রেজিস্ট্রি করে দিতে হবে। এই ভয়ে তারা আমাদের জমিতে অবৈধ অনুপ্রবেশকেই নিরাপদ মনে করেছে। অথচ তাদের জানা উচিত, আমরা ক্রেতাগণ কলাপাড়ারই সন্তান । ২৯ জুলাই চাঁদা দাবি এবং দেয়াল ভাঙ্গার ঘটনার পর আমাদের পেশাগত ব্যস্ততার কারনে আমরা মামলা করতে পারিনি। পরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যার, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রব ভাইকে সাথে নিয়ে গত ২৪ আগস্ট, ২০২৩ তারিখে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। এর তিন দিন পর একই আদালতে একটি মিথ্যা ও বানোয়াট পাল্টা মামলা করে প্রতিপক্ষ। পাল্টাপাল্টি এই মামলাকে কেন্দ্র করে সাংবাদিকতার নীতি-নৈতিকতাকা তোয়াক্কা না করে কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যে ও বানোয়াট সংবাদ পরিবেশন করে। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার সাংবাদিকতা ক্যারিয়ারে শুধু কলাপাড়া নয়, দেশের কোনো প্রান্তের কারো কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা নিয়েছি-এমন প্রমাণ দিতে পারলে আমি আমার সাংবাদিকতা ছেড়ে দেব। পেশাগত জীবনে দেশের যেকোনো প্রান্ত থেকে যারাই সহায়তা চেয়েছেন, আমি আমার সবটুকু শক্তি দিয়ে তার পাশে দাঁড়িয়েছে। কলাপাড়া উপজেলায় এমন হাজারো উদাহরণ রয়েছে। ন্যূনতম সাংবাদিকতার নীতি মানলে শিরোনামটি হতে পারতো- “কুয়াকাটায় জমি নিয়ে বিরোধ; পাল্টাপাল্টি মামলা”। যেহেতু মামলা প্রথমে আমরা করেছি, সুতরাং এটাই হতো প্রকৃত সাংবাদিকতা। কিন্ত দু:খজন হলেও সত্যি যে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করার মানসে সাংবাদিকদের ভুল মিথ্যা তথ্য দিয়ে নিউজটি করিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে ওয়াল ভাঙ্গার ভিডিও এবং সানভিউয়ের কাছে রেজিস্ট্রার্ড বায়না দিয়ে টাকা নেয়ার প্রমাণ সংযুক্ত করলাম। এমনকি ওয়াল ভাঙ্গার আগের দিন কুয়াকাটা মেয়রের সাথে আমার কথোপকথন এবং রহমান শরীফ গংদের দাবি নিয়ে আলোচনায় বসার প্রস্তাবের রেকর্ড যে কেউ নিতে পারবেন।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর