রাজবাড়ীর পাংশা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি আব্দুস সোবাহান কে বহিষ্কার করা হয়েছে। গত(৫ জুন) উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এর স্বাক্ষরিত বহিষ্কারে আদেশ দেন।
আব্দুস সোবাহানের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সোবাহানের বিরুদ্ধে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন আক্তারের সংঙ্গে অসদাচার প্রমাণিত হয়। গত (২৪ মে) উপজেলা শিক্ষা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৮.০০৮.০৩৫.০০.০০.০০৭.২০১২-৬৬৬ ও (৬ নভেম্বর) ২০১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালার প্রজ্ঞাপনের কমিটি গঠন পদ্ধতি ২.১৫ “( অসদাচারণের জন্য সভাপতি / সহ-সভাপতি সহ যে কোন সদস্যকে বহিষ্কার করা উপজেলা শিক্ষা কমিটির এখতিয়ারভুক্ত হবে)” ধারা বলে আব্দুস সোবাহানকে এসএমসি সভাপতি বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। জানা যায়, বর্তমানে তিনি শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এই বিভাগের আরও খবর....