শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী / ৫৪
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন

চাঞ্চল্যকর রাজবাড়ী পাংশায় কিশোর মো. হাসিব হত্যার মূল হোতা  মোঃ তারেক (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত অটোভ্যানটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ তারেক পাংশা উপজেলার জয়গ্রাম এলাকার মোঃ আঃ খালেক প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে পাংশা মডেল থানা পুলিশ এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে বলা হয় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামী মাদ্রাসা ছাত্র কিশোর মো: হাসিব কে হত্যা করে।
ঘটনা সূত্রে জানা যায়, হাসিব গতকাল (মঙ্গলবার) বিকালে তাঁর বাবার অটোভ্যান টি নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।রাতেও বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ঘাঁস ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে বুধবার (৭জুন) হাসিবের পিতা হামিদুল রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে।মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।ওই দিন রাতে আসামী মো: তারেক প্রামাণিক কে গ্রেফতার করে। সে হাসিবের অটোভ্যানটি ছিনতাইয়ের জন্য হত্যা করে বলে স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনাইকৃত অটোভ্যানটি কুমারখালী থানার হলবাজার নামক এলাকা হইতে উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামী তারেক স্বীকার করেছে সে হাসিব কে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোভ্যানটি ও উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর