রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গোয়ালন্দে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

একে আজাদ, রাজবাড়ী / ৩৪
নিউজ আপঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪:৩১ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে গাড়ি (মাইক্রোবাস) ভাঙচুরের ভিডিও ধারন করতে গিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার আহত হয়েছেন দুই সাংবাদিক।

শনিবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাংলাট্রিবিউন ও দৈনিক বাংলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, শনিবার বিকেলে সারা দেশের ন্যায় গোয়ালন্দেও বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচী ছিল। এই কর্মসূচীকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলে। বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বরে বিএনপি’র নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস আসলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই গাড়িতে ভাঙচুর শুরু করে। এসময় কর্মরত সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারন করতে গেলে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করে। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মইনুল হক মৃধাকে ভর্তি ও মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সাংবাদিক মইনুল হক মৃধার স্ত্রী সাবরিন আক্তার এ ঘটনার বিচার দাবি করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমার স্বামী হামলায় আহত হয়েছে, এর যদি বিচার না হয়, এরপর আপনারাও এ রকম হামলার শিকার হবেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশাররফ হোসেন জানান, ভাঙচুরের শিকার মাইক্রোবাসে তাদের কর্মসূচীতে যোগদিতে কয়েকজন নেতা এসেছিল। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচীতে যোগদিতে পারেননি।

গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেরা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতিপূর্বে গোয়ালন্দে এ ধরনে ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসে বিষয়টি মিমাংশা করে ফেলা হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর