রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ধর্ষণের অভিযোগে আলিমুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী / ৩১
নিউজ আপঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

হাত-মুখ বেঁধে এক গৃহবধূকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিমুদ্দিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার কৃত আলিমুদ্দিন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর কোদলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নির্যাতনের শিকার গৃহবধূ (৩৫) জানান, বেশ কিছুদিন ধরে তাদের গ্রামের আলিমুদ্দিন তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি হননি। গত ১৪ মার্চ রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যান। এই সুযোগে আলিমুদ্দিন মোল্লা তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। এরপর তিনি ঘরে প্রবেশ করা মাত্রই আলিমুদ্দিন ওড়না দিয়ে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মুখের বাঁধন খুলে যায। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বেড়া ভেঙে পালিয়ে যান আলিমুদ্দিন।

এ ঘটনায় তিনি গত ১৯ মার্চ রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলিমুদ্দিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ২৪ মার্চ রাজবাড়ী সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আলিমুদ্দিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আলিমুদ্দিন মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকার কোদালা গ্রামে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২ টার দিকে সেখানে অভিযান চালিয়ে আলিমুদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর