বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,জনাব এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন রাজবাড়ী। এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ , চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী। জনাব ফরিদ হাসান ওদুদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা রাজবাড়ী।
জনাব মাসুদুর রহমান রুবেল, সহকারী কমিশনার ( ভুমি) পাংশা, জনাব মাসুদুর রহমান মাসুদ, অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা। বীর মুক্তিযোদ্ধা জনাব চাঁদ আলী খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।