রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে ৭কেজি ৩শ গ্রাম স্বর্ণ সহ ৩ জন আটক

একে আজাদ, রাজবাড়ী / ৪৯
নিউজ আপঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২:২১ অপরাহ্ন

রাজবাড়ী জেলার পাংশার বাবুপাড়া থেকে নাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের দুই পায়ের জুতার ভিতরে লুকানো ৭ টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাহিদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধারকৃত ৭ কেজি ৩০০ গ্রাম সোনার আনুমানিক দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোড় সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের জনৈক মো: আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রামের আঃ খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মোঃ শুকুর আলী শেখের ছেলে মোঃ সাত্তার শেখ (৩৩), কুষ্টিয়া জেলার খোকসা ইউনিয়নের ওসমানপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের মো: আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার উপরে পুলিশের টিম দেখে একটি মোটরসাইকেল যোগে দুইজন ব্যাক্তি দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। আভিযানিক টিমের সন্দেহ হলে তাদের গতিরোধ করলে তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের টিম তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের কথায় সন্দেহ হলে ঘটনাস্থলের পাশের বাড়ি হতে তাহমিনা, স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা ও ইসলাম শেখসহ উপস্থিত লোকজনের সামনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ছাত্তার জানান যে সে দৌড়ে পালিয়ে যাবার সময় রাস্তার পাশে ৩টি স্বর্ণের বার ফেলে দিয়েছিল। আসামী ছাত্তারের দেখানো স্থান হতে স্বাক্ষীদের উপস্থিতিতে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরবর্তীতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে আসামী নাহিদের পরিহিত উভয় পায়ের জুতার মধ্য হতে কচটেপে মোড়ানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন অনুমান ৭,৩০০ কেজি।

উল্লেখ্য উদ্ধারকৃত ১০টি বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং বাকি ১টি বারের ভেতর ৬টি ছোট স্বর্ণের বিস্কুট পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। তাদের কে জব্দকৃত সোনা সহ আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর