সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে ৭কেজি ৩শ গ্রাম স্বর্ণ সহ ৩ জন আটক

একে আজাদ, রাজবাড়ী / ৬০
নিউজ আপঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২:২১ অপরাহ্ন

রাজবাড়ী জেলার পাংশার বাবুপাড়া থেকে নাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের দুই পায়ের জুতার ভিতরে লুকানো ৭ টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাহিদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধারকৃত ৭ কেজি ৩০০ গ্রাম সোনার আনুমানিক দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোড় সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের জনৈক মো: আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রামের আঃ খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মোঃ শুকুর আলী শেখের ছেলে মোঃ সাত্তার শেখ (৩৩), কুষ্টিয়া জেলার খোকসা ইউনিয়নের ওসমানপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের মো: আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার উপরে পুলিশের টিম দেখে একটি মোটরসাইকেল যোগে দুইজন ব্যাক্তি দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। আভিযানিক টিমের সন্দেহ হলে তাদের গতিরোধ করলে তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের টিম তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের কথায় সন্দেহ হলে ঘটনাস্থলের পাশের বাড়ি হতে তাহমিনা, স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা ও ইসলাম শেখসহ উপস্থিত লোকজনের সামনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ছাত্তার জানান যে সে দৌড়ে পালিয়ে যাবার সময় রাস্তার পাশে ৩টি স্বর্ণের বার ফেলে দিয়েছিল। আসামী ছাত্তারের দেখানো স্থান হতে স্বাক্ষীদের উপস্থিতিতে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরবর্তীতে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে আসামী নাহিদের পরিহিত উভয় পায়ের জুতার মধ্য হতে কচটেপে মোড়ানো ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন অনুমান ৭,৩০০ কেজি।

উল্লেখ্য উদ্ধারকৃত ১০টি বারের মধ্যে ৯টি অখন্ড বার এবং বাকি ১টি বারের ভেতর ৬টি ছোট স্বর্ণের বিস্কুট পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। তাদের কে জব্দকৃত সোনা সহ আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share