রাজবাড়ীর পাংশায় ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এবিপি) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব কর্মজীবী মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং গরীব মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) পাংশা উপজেলা পরিষদ হল রুমে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ১০ জন গরীব মহিলার মধ্যে সেলাই মেশিন ও ১৫ জন মৎস্যজীবীদের মাছ ধরার জাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, ভাইস-চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা সহকারী প্রকৌশলী মো. জাকির হাসান প্রমুখ।
উপকার ভোগীদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই, যাতে যুদ্ধাপরাধী ও খুনিরা আবার ক্ষমতায় এসে দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য যা করেছে তা অন্য কোন সরকার করে নাই। তাই আরেকটিবার নৌকায় ভোট দিলেই আরও পাঁচ বছর ভালো থাকবেন আপনারা।