রবিবার (১জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, একাডেমিক সুপার ভাইজার মো. মিয়াদ হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ।
উল্লেখ্য দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২০১০ সাল থেকে বিনামূল্যে বই সরবরাহ করে আসছে সরকার। ২০২৩ শিক্ষাবর্ষের জন্য জন্য প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৯৭৮ কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ২৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৯৪৫ কপি পাঠ্যবই ছাপানো হয়েছে।