তুরাগ থানা ছাত্রলীগ এর সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আহমেদ আদনান এর উপর অজ্ঞাত হামলা করার চেষ্টা করা হয়
হামলাকারী দের চিহ্নিত করা যায় নি হেলমেট পরিহিত অবস্থায় তার রাস্তার গতি অবরোধ করে মারধর করার চেষ্টা করা হয় ।ঐখানে অবস্থিত লোকেরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঐখানে উপস্থিত লোকদের জবানবন্দি ও তারা সাক্ষী দিতে প্রস্তুত আছেন বলে জানান আহমেদ আদনান বলেছেন ।তাকে আগেও অনেক বার ফেসবুক এ হুমকি দেয়া হয়েছে সব প্রমাণ তার কাছে আছে।আহমেদ আদনান এর সুষ্ঠ তদন্ত করে এর বিচার দাবি করেছেন ও প্রত্যক্ষ দর্শি রা সাক্ষী দিতে রাজি আছেন।সাক্ষী গণ: (১) মোহাম্মদ জামান। (২) মাহফুজ। (৩) শুভ