সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
মাদ্রাসার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ ব্যক্তি আহত

নিজস্ব প্রতিনিধি / ৬৯
নিউজ আপঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৩:৩৩ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় চাঁদা আদায় মাদকসেবন ও সন্ত্রাসী কাজ কর্মের প্রতিবাদ করায় দুস্কৃতিকারিদের হামলায় ১০ ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সন্ত্রাসীরা বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে দলবলসহকারে এলাকায় মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।

 

 

এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ বাসষ্ট্যান্ডে মার্কেট মালিক হাবিবুল্লাহ ও তার অপর ৫ ভাই। মার্কেট ও আশে পাশের এলাকায় প্রায় প্রতিদিন নেশা আসক্ত ব্যক্তিগন নানা অসামাজিক কাজ করে আসছে। তারা নৈশ প্রহরীদের নামে অতিরিক্ত চাঁদা আদায়সহ বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তর করে সাধারন ব্যবসায়িদের হয়রানি করে।

 

এ সকল ঘটনার প্রতিবাদ করায় গতকাল অভিযুক্ত শফিক মৃধার নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসী বৈধ শর্টগান ও অবৈধ নানা ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়িদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরতর আহত হন রড সিমেন্ট ব্যবসায়ি ও মার্কেট মালিক হাবিবুল্লাহ,গ্রীলওয়ার্ক শপ ব্যসায়ি আবু তাহের,হাবিবুল্লাহর বড় ভাই অলি উল্লাহসহ ১০জন। আহতদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরতর আহত হাবিবুল্লাহ ও আবু তাহের জানান চারাবাগ বাসষ্ট্যান্ডে অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা আদায়,নৈশ প্রহরীদের নামে চাঁদা আদায়,মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িত স্থানীয় শফিক মৃধা ও তার সহযোগীরা। তাদের অসামাজিক কাজ কর্মের প্রতিবাদ করায় আজ অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়েছে এবং এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। একাধিক মামলার আসামী শফিক ও তার সহযোগীরা ইতিপূর্বে হামলা চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান,ব্যবসায়ি ইয়ামিন ও তার স্ত্রীসহ প্রায় অর্ধশত ব্যক্তিকে আহত করে। হামলার বিষয়টি জানতে চাইলে শফিক মৃধার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর