সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
মাদ্রাসার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

উত্তম কুমার কুন্ডু আবার ও পাংশা থেকে জেলা পরিষদ সদস্য হতে পারেন

একে আজাদ, রাজবাড়ী / ৮৯
নিউজ আপঃ রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৪ অপরাহ্ন

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে ৩নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে ১০জন। তবে এদের মধ্যে অনেকেই নাম মাত্র প্রার্থী হয়েছে।
পাংশা উপজেলা থেকে সদস্য পদের প্রার্থীরা হলেন- পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওহাব মন্ডল,পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম সরোয়ার,লিজা হেলথ কেয়ারের ম্যানিজিং ডাইরেক্টর মোঃ নিজাম উদ্দীন,
বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল, কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য হাবিবুর রহমান বিশ্বাস,  মৌরাট ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া ও পাট্টা ইউপি কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফা লুলু।
সদস্য পদে দলীয় একক সিদ্ধান্ত না থাকায় অনেকেই ইচ্ছামত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করেছে। এদের মধ্যে বেশিরভাগ প্রার্থীর ভোটের মাঠে নিজেস্ব কোন ভোট নেই। কারো কারো কিছু ভোট থাকলেও শক্ত প্রার্থীর সাথে লিয়াজোঁ চালাচ্ছে।
পাংশা উপজেলায় ১৪৬ ভোটের মধ্যে ২ জন ভোটার মারা যাওয়ায় ১৪৪ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। যেহেতু এ নির্বাচনে সদস্য পদে প্রার্থীর সংখ্যা বেশি তাই নির্বাচিত হতে বেশি ভোটের প্রয়োজন হবে না। সেই দিক দিয়ে সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু অনেকটাই এগিয়ে।
নাম প্রকাশ না করা সত্ত্বে অনেকেই বলেন, যেহেতু উত্তম কুমার কুন্ডু একবার সদস্য ছিলেন সেই ক্ষেত্রে তার অধিক সংখ্যক ভোট রয়েছে। এই নির্বাচনে সেই এগিয়ে। এছাড়াও আওয়ামীলীগের নীতিনির্ধারকদের সমর্থন রয়েছে।
তবে অন্য সদস্য পদের প্রার্থীরাও যার যার যাইগা থেকে জোর চেষ্টা চালাচ্ছে। তবে এবারের নির্বাচনে সদস্য পদে ভোট পেতে অনেকেই টাকা বিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর