সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
মাদ্রাসার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

উলিপুরে ক্ষতির মুখে সফল উদ্যোক্তা রেজা

কুড়িগ্রাম প্রতিনিধি / ৬০
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১:০২ পূর্বাহ্ন

বৈ‌শ্বিক মহামারী ক‌রোনার ধকল কাট‌তে না কাট‌তেই বিদ‌্যু‌তের আগু‌নে কপাল পুড়ল জেলার উ‌লিপুর উপ‌জেলার তরুণ উ‌দ্যোক্তা রেজাউল ইসলাম রেজার। বৈদ‌্যু‌তিক সর্ট সা‌র্কিট থে‌কে আগুন লে‌গে এ‌সি , ইন‌কিউ‌বেটর মে‌শিন, হা‌সের বাচ্চা ফুটা‌নোর উর্বর ডিম ও হ‌্যাচারীর ঘর‌ ক্ষ‌তিগ্রস্থ হয়। এ‌তে প্রায় ১০ লাখ টাকার ক্ষ‌তি সা‌ধিত হয়। ফলে চরম হতাশ হ‌য়ে প‌ড়েন এই তরুণ উ‌দ্যোক্তা।

জানা গে‌ছে, হ‌্যাঁচারীর রু‌মে থাকা দু‌টি এ‌সির যেকোন এক‌টি থে‌কে বৈদ‌্যু‌তিক সর্ট সা‌র্কিট হয়। মুহুর্তেই বিদ‌্যু‌তের আগু‌নে দু‌টি এ‌সি, তিন‌টি ইন‌কিউ‌বেটর মে‌শিন, ৬ হাজার হা‌সের বাচ্চা ফুটা‌নোর উর্বর ডিম ও হ‌্যাচারীর ঘর‌টি পু‌ঁড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা এ‌সে আগুন নিয়ন্ত্রন করে।

রেজাউল ইসলাম রেজা জানান, ২০১৬ সা‌লে লেখাপড়ার পাশাপা‌শি প্রায় ৮ লাখ টাকা দি‌য়ে ছাগ‌লের খামার শুরু করে‌ছি‌লেন। কিন্তু ছয় মাসের মাথায় ১৫০টি ছাগলের মধ্যে বে‌শির ভাগ ছাগলই পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

এরপর ইউটিউব দেখে অনুপ্রা‌ণিত হয়ে ২০০ বেই‌জিং হাস দি‌য়ে আবার পথ চলা শুরু ক‌রেন। প‌রে ইউটিউবে বেইজিং হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি দেখে নিজেই উদ্যোগ নিয়ে ৩০০ বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিন উদ্ভাবন করেন। তার খামারের নামকরণ করা হয় ‘কে আর এল ফার্মথ।

এরপর আর পিছ‌নে ফিরে তাকা‌তে হয়‌নি। ধী‌রে ধী‌রে হ‌য়ে উ‌ঠেন একজন সফল উ‌দ্যোক্তা। প্রতি মা‌সে তার আয় হত আড়াই থে‌কে তিন লাখ টাকা। বি‌ভিন্ন মি‌ডিয়ার মাধ‌্যমে দে‌শের সর্বস্থরেই ব্যাপক প‌রি‌চি‌তি লাভ ক‌রেন প্রত‌্যন্ত অঞ্চ‌লের তরুণ উদ্যোক্তা রেজাউল ইসলাম রেজা।

কিন্ত বৈ‌শ্বিক মহামারী ক‌রোনায় ক্ষ‌তির মু‌খে প‌ড়েন তি‌নি। ক‌রোনার ধকল কাটতে না কাট‌তেই বিদ‌্যু‌তের আগু‌নের কপাল পোড়ে তার। বর্তমা‌নে চরম হতাশাগ্রস্থ তি‌নি। ‌কিভা‌বে ব‌্যবসায় ঘু‌রে দ্বাঁড়া‌বেন এই চিন্তায় দিন কা‌টে স্বপ্নবাজ এই উদ্যেক্তার।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর