বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুআর মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় অস্ট্রেলীয় হাইকমিশনারের সহধর্মিণী ক্যাথেরিন হেরিংটন এবং ফার্স্ট সেক্রেটারি কেট স্যাংস্টার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপ-পরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্র জানায়, অত্যন্ত সৌহার্দ্যপুর্ন পরিবেশে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান অস্ট্রেলিয়ান হাইকমিশনারের অবগতির জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
সেই সাথে মৌলভীবাজার জেলার চা শিল্প ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, জেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জন গোষ্ঠী এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক অতিথিদের মৌলভীবাজার জেলার ব্র্যান্ড বুক স্যুভেনির হিসেবে তুলে দেন।