নীলফামারীতে জেলা পর্যায়ে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২২’ শুরু হয়েছে।
রবিবার সকালে নীলফামারী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বক্তব্য দেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, ৩০টি ইভেন্টে ২৩৭জনকে পুরস্কৃত করা হবে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে প্রথম স্থান লাভকারী শিশুরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
তিনটি গ্রুপে (ক, খ, গ) জেলার ছয় উপজেলার ৭১১জন এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে নীলফামারীতে জেলা পর্যায়ে দু’দিন ব্যাপী এই প্রতিযোগীতা সোমবার শেষ হবে।