র্যাব-১৪, জামালপুর ক্যাম্প একটি জীবিত তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করে। গতকাল ১৪মে বিকাল সারে চারটার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল সঙ্গিয় ফোর্সসহ শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন ঘাগড়া তেতুলতলা বাজারস্থ সুচনা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বন্য প্রাণী জীবিত তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত একজন আসামীর নাম মোঃ সিরাজুল করিম (৩৮), সে নয়াটোলা মগবাজারের হাতিরঝিল থানার মৃত আশরাফুল করিমের ছেলে ও ওপর আসামি মোঃ রফিকুল ইসলাম (৩৫), শেরপুর সদর থানার, মির্জাপুর, (কান্দিপাড়া) মৃত শাহ মাহমুদের সন্তান তাদের নিকট হতে একটি বন্য প্রাণী তক্ষক জীবিত অবস্থায় এবং ০৩ টি মোবাইল সেট (সীমসহ) এবং ৫০০ (পাঁচশত) টাকা উদ্ধার করে।
আসামীদ্বয়ের ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।