জামালপুর গলুই ছবির প্রদর্শন বন্ধ ঘোষনা। জানাযায়,ঈদ উল ফিতর উপলক্ষে এস এ হক অনিক পরিচালিত গলুই নামে একটি সিনেমা জামালপুর জেলার ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর শহরের সিনেমা হল না থাকায় জামালপুর শহে মির্জা আজম অডিটরিয়ামে ইসলামপুর ফরিদুল হক খান দুলাল এবং মাদারগঞ্জ মীর্জা আজম অডিটরিয়ামে প্রদর্শন করে আসছিল।
সেই ছবিটি গত রবিবার থেকে ইসলামপুরে এবং সোমবার থেকে জামালপুর,মাদারগঞ্জ থেকে বন্ধ ঘোষনা করা হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুমান হাসান তানভির বলেন, জেলা প্রশাসকের নির্দেশ বলে ছবিটি প্রদর্শন বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন যদি জেলা প্রশাসক আবারও অনুমতি দেয় তা’হলে পুনরায় ছবিটির প্রদর্শন চালু করা হবে বলে জানান।
এ ব্যাপারে ছবির পরিচালক এস এ হক অনিক এর সাথে জানতে চাইলে তিনি জানায়, ১৯১৮ সালের চলচিত্র প্রদর্শন আইনে সিনেমা হল ব্যতিত অন্য কোথাও ছবি চলাতে পারবে না । এই কথা বলে প্রশাসনের পক্ষ থেকে গলুই ছবি চালানো বন্ধ ঘোষনা করে দিয়েছে।
এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদাজামানের ০১৭১৩০৬১১০০ নাম্বারে বারংবার মোবাইলে ফোন করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।