সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন শ্রীমঙ্গল উপজেলার ‘কালীঘাট-ভুরভুরিয়া-কালাপুর’ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভুড়ভুরিয়া রাস্তার মুখ বিটিআরআই চৌমোহনায় ৪ কোটি টাকা ব্যয়ে ৮.১৯০ কিলোমিটার এ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এলজিইডি সুত্র জানায়, ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দীন সরদার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।