December 19, 2025, 6:47 am
Logo
শিরোনামঃ
সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আ.লীগ নেতার বাড়ির প্রতিমা ভাংচুর, জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 179
নিউজ আপঃ Wednesday, April 13, 2022

ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ির মন্দিরের বিভিন্ন দেব দেবীর মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান ও পূজা উদযাপন পরিষদের বাগাট শাখার আয়োজনে মানববন্ধনে কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় নেতা মনোজ সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্যা, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় প্রমূখ।

মানববন্ধন চলাকালে বক্তারা দেব দেবীর মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

জানা যায়, জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায়ের বাড়ি বাগাট দাসপাড়াতে নিজস্ব মন্দির রয়েছে। ওই মন্দিরে দূর্গাপূজা সহ বিভিন্ন পূজা উদযাপন করা হয়ে থাকে।

ওই মন্দিরে পূজা দেওয়ার জন্য বর্তমানে কালি, সরস্বতী ও লক্ষ্মী দেবীর প্রতিমা রয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা কালি প্রতিমার মাথা, জিহ্বা, চার হাত, মহাদেবের মূর্তির হাত, সরস্বতী প্রতিমার মাথা, হাত, হাসের বিনা ও লক্ষ্মী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে রেখে যায়।

এ ঘটনায় পরদিন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, এঘটনায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share