মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প এর আওতায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান চা বাগান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার স্মৃতিসৌধের উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
এলজিইডি সুত্র জানায়, প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার এই প্রকল্প বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আজীম উদ্দিন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্হানীয় মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।