মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকার হাইল-হাওর অংশে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কর্তন উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রবি/২০২১-২২ মৌসুমে হাইল-হাওরে বোরো ধান কর্তন উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের সার্বিক ব্যবস্হাপনায় ধান কর্তন উৎসবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, কৃষি অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আকতারুজ্জামান, জেলা প্রশিক্ষণ অফিসার শামছুদ্দিন আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), মো. মসকুর আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সিপন মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল মতলিব প্রমুখ।
এছাড়াও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ, স্হানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।