রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জামালপুরে দীর্ঘ ২২বছর পর বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ সার্ভিস শুরু

জামালপুর প্রতিনিধি / ১০৮
নিউজ আপঃ শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৩:৫৫ অপরাহ্ন

জামালপর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় দীর্ঘ ২২বছর পর পরীক্ষা মূলক ভাবে বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ সার্ভিসের শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে উদ্বোধন সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী এমপি বলেছেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর প্রবাহ নিয়ে আমাদের আলোচনা চলছে, এর মধ্যে যমুনা ও তিস্তা নিয়ে কথা চলছে। আলোচনা ফলপ্রসু হলে নদীর নাব্যতা ফিরে আসবে। নাব্যতা ফিরে এলে নৌচলাচলে কোন বাঁধা থাকবেনা বলে উল্লেখ করেন।

জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ লঞ্চ টার্মিনাল ও বাহাদুরাবাদ-বালাসী রুটে পরীক্ষা মূলক লঞ্চ সার্ভিসের উদ্বোধন কালে তিনিআরও বলেন, ইতো মধ্যে সাত হাজার কিলোমিটার নৌ পথ তৈরি করে ফেলেছি, আমাদের লক্ষ্য দশ হাজার কিলোমিটার নৌপথ। সরকার দেড়শ কোটি টাকা ব্যয়ে যে টার্মিনাল তৈরি করেছে তা ধরে রাখার জন্যই নির্মাণ করা হয়েছে।

এ সময় বিআইডব্লিওটি আইয়ের চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন সহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০০ সালে বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২২বছর পর পরীক্ষামূলক ভাবে নৌরুটটি আবার চালুর কাজ শুরু হয়।

জানাযায়, প্রায় ১শ ৪৫ কোটি টাকা ব্যায়ে বালাসী ও বাহাদুরাবাদ উভয় পারের টার্মিনাল নির্মানের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উভয় পাশের টার্মিনাল দুটিতে অফিস ভবন, পাইলট হাউজ, পুলিশ ও আনসার ব্যারাক, ফায়ার সার্ভিস, টুলসভবন, ড্রাইভার রেষ্টহাউজ, যাত্রীছাউনি, টয়লেট হাউজসহ ১১টি অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

এছাড়া নৌরুটের নাব্যতা স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৪ কোটি টাকা ব্যায়ে ১৪ কিলোমিটার এলাকায় ড্রেজিং এরকাজ সম্পন্ন করা হয়েছে। ফলে এ রুটটি লঞ্চ চলাচলের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে।

লঞ্চ সাভির্স চালু হওয়ায় দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানীসহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজসহ নৌ পথে মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি হল।

এদিকে নৌ পথ চালু হওয়ায় উভয় পারের মানুষের মধ্যে খুশীর আমেজ ছড়িয়ে পড়ছে।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর