December 19, 2025, 9:34 pm
Logo
শিরোনামঃ
সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সরাইলে রমজানে শুরুতে দুধের দাম বেড়ে ১০০ টাকা লিটার

সরাইল প্রতিনিধি 205
নিউজ আপঃ Monday, April 4, 2022

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হঠাৎ করে বেড়ে গেছে গরুর দুধের দাম। মুসলিম উম্মাহর বরকতময় মাস রমজান। এই রমজানের দিনগুলোতে ধনী-গরিব নির্বিশেষে সবারই মন চায় ভালো কিছু খাবার খেতে।

সাধ্য অনুযায়ী গরুর মাংস, মুরগি, দুধ ডিম ভালো প্রজাতির মাছ কেনার চেষ্টা থাকে সবার। কিন্তু রোজার শুরুতেই আগুন লেগেছে গরু দুধের বাজারে। রোজা শুরুর দিনেই গরুর দুধের দ্বিগুণ দাম বেড়েছে। এক দিন আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা লিটার। আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ৭০ টাকা থেকে শুরু করে ১২০টাকা পযর্ন্ত বিক্রি করছে দুধ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা বিভিন্ন খুচরা বিক্রয়তা দুধের দাম লিটারে বাড়িয়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত এসব তথ্য জানান। তারা জানান, মূলত গতকাল রবিবার থেকে গরু দুধের দাম বাড়ানো হয়েছে।

দুধ বিক্রেতা করিম বলেন, গরু খাদ্য দাম বাড়ার কারণে দুধ ১০০ টাকা লিটার বিক্রয় করতে হচ্ছে। আরেক জন দুধ বিক্রয়তা বলেন, ৭০ টাকা থেকে ১২০ নিচ্ছি, আমরা যে থেকে যেমন দাম নিতে পারি, নির্ধারিত কোনো মূল সবাই করে নাই।

মাসুম নামের এক ক্রেতা বলেন, গত পরশু ৬০ থেকে ৭০ টাকা কেজি দুধ কিনেছি। অথচ আজকে তা দ্বিগুণ ১২০ দামে কিনতে হয়েছে। এসব দেখার কেউ নেই। যার যা ইচ্ছে তাই হাঁকাচ্ছে। আমরা জনগণ নিরুপায়। ক্রেতারা বলছেন, স্থানীয় সিন্ডিকেটই দুধের দাম বাড়িয়েছে। এ নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের।

দুধ নিতে আসা সামির বলেন, বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কিংবা বাজার কর্মকর্তাদের কোনো তদারকি করতে দেখছি না। রমজানের শুরুতে প্রশাসনের কঠোর তদারকি না থাকায় সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। এসব নিয়ে অবশ্য মাথাব্যথা নেই স্থানীয় প্রশাসনের।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share