রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত পহেলা এপ্রিল শুক্রবার দিবাগত রাত ২টার সময় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড ঘটেছে। মার্কেট মালিক ও ভাড়াটিয়া বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উর্ধে।
মিয়া মার্টের মালিক, মোঃ রইস উদ্দিন মিয়া ও একই মার্কেটের ভাড়াটিয়া ফার্নিচারের মালিক মোঃ নুরুজ্জামান শীতল বলেন। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে আমরা বাসায় চলে যাই। পরে গভীর রাতে খবর পাই যে আমাদের মার্কেটে আগুন লেগেছে। পরে সে দেখতে পাই আমাদের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাবসায়িক সহায়-সম্বল হারিয়ে তারা এখন নিঃস্ব।
ক্ষতিগ্রস্তরা হলেন ফার্নিচারের মালিক নুরুজ্জামান শীতল, আরেক ফার্নিচারের মালিক মোঃ আনোয়ার হোসাইন, রাইস মিলের মালিক আতর বিশ্বাস, চায়ের দোকানদার ছকেন সরদার, সাইকেল মেকার নাজমুল, সিমেন্টের দোকানের মালিক সৈয়দ মেম্বার এবং ফার্নিচারের মালিক সুরুজ আলী।
পাংশা ফায়ার সার্ভিসের লিডার মোঃ মহিদুল ইসলাম জানান, রাত ২টা ১০ মিনিটে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ২টা বিশ মিনিটে পৌছাই। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ৮টি দোকানের ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এই বিভাগের আরও খবর....