May 16, 2025, 8:08 am
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সূর্যমুখীর প্রযুক্তি গ্রাম প্রদর্শনী ও মাঠ দিবস

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 186
নিউজ আপঃ Friday, April 1, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় সূর্যমুখীর প্রযুক্তি গ্রাম প্রদর্শনী করা হয়েছে। এর আবাদ টেকসই করার লক্ষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে কৃষি সম্প্রসারণ বিভাগ এর অয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ’র সভাপতিত্বে কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ একেএম মহিউদ্দিন, খামারবাড়ি ঢাকা উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, বরিশাল অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ রথীন্দ্র নাথ বিশ্বাস, ঢাকা অঞ্চল মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুল হক আকন্দ, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ।

এছাড়া ওই গ্রামে সূর্যমুখী চাষে সফল কৃষানী মোসা. জেসমিন আক্তার এ আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান, মো.আবদুর রহমান, জেবায়দা অক্তারসহ সূর্যমুখী চাষিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সূর্যমুখীর ক্ষেত পরিদর্শন করেন।

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.জসিম উদ্দিন বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা পুরন এবং অমদানি নির্ভরতা কমানোর লক্ষে কৃষি মন্ত্রনালয়ের অধিনে কৃষি সম্প্রসার অধিদপ্তরের আওতায় পাঁচ বছর মেয়াদী তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছি। এ প্রকল্পটি দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের প্রধান লক্ষ হলো তেল জাতীয় বীজ আবাদ ও উৎপাদন করা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share