শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
প্রকল্পে চাকুরি, লভ্যাংশ প্রদান সহ ৭ দফা দাবিতে পায়রা  তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানব বন্ধন গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা   রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে এসএলএ ২২ দিন পর লাশ উত্তোলন ৩ আসামি কারাগারে  ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট, এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীকে নির্যাতনের পর শশুরকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সোনাহাট সীমা‌ন্তে ‌বি‌জি‌বি-‌বিএসএফ সেক্টর কমান্ডার পর্যা‌য়ে বৈঠক

ভূরুঙ্গামারী (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি / ১১৪
নিউজ আপঃ শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ১০:০৭ পূর্বাহ্ন

কু‌ড়িগ্রা‌মের ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট সীমা‌ন্তে বর্ডারগার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) ও ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (‌বিএসএফ) ম‌ধ্যে সেক্টর কমান্ডার পর্যা‌য়ে বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৩১ মার্চ) বিকেলে সোনাহাট সীমান্তের পিলার ১০০৯ এর ১শ’ গজ বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে দুই ঘন্টাব‌্যাপী এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়ন, কু‌ড়িগ্রা‌মের অ‌ধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল মো. আব্দুল মোত্তা‌কিম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
বৈঠ‌কে বি‌জি‌বির প‌ক্ষে নেতৃত্ব দেন সেক্টর সদর দপ্তর রংপু‌রের সেক্টর কমান্ডার ক‌র্নেল মো. ইয়া‌ছির জাহান হো‌সেন এবং বিএসএফের প‌ক্ষে নেতৃত্ব দেন ডিআইজি জে সি না‌য়েক, সেক্টর কমান্ডার ধুবরী।

বি‌জি‌বির প‌ক্ষে অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়‌ন, কু‌ড়িগ্রা‌মের অ‌ধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল মো. আব্দুল মোত্তা‌কিম, বি‌জি‌বি ১৫ ব‌্যাটা‌লিয়ন, লালম‌নিরহা‌টের অ‌ধিনায়ক লে.ক‌র্নেল এস এম তৌ‌হিদুল আলম এবং স্টাফ অ‌ফিসার এ‌ডি মো. ইউনুছ আলী।

বিএসএফের প‌ক্ষে ১৯, ৩১ ও ৪১ ব‌্যাটা‌লিয়ন বিএসএফের কমান্ড‌্যান্ট ও সং‌শ্লিষ্ট কোম্পা‌নি কমান্ডারগণ উপ‌স্থিত ছি‌লেন।

এ বিষয়ে বি‌জি‌বি ২২ ব‌্যাটা‌লিয়ন, কু‌ড়িগ্রা‌মের অ‌ধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল মো. আব্দুল মোত্তা‌কিম বলেন, বৈঠ‌কে সীমা‌ন্তে নজরদারী, যৌথ টহল বৃ‌দ্ধি এবং পারস্প‌রিক সহ‌যো‌গিতার মাধ‌্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতি‌রোধ, মাদক ও মানব পাচারসহ আন্ত:সীমান্ত অপরাধ বন্ধ করার বিষ‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে।

এছাড়া দুই দে‌শের মধ্যে বিদ‌্যমান শা‌ন্তি শৃঙ্খলা বজায় রাখতে যে‌কোনও অনাকা‌ঙ্ক্ষিত ঘটনা পারস্প‌রিক যোগা‌যোগ ও সহ‌যো‌গিতার মাধ‌্যমে দ্রুত সমাধানের মাধ‌্যমে বি‌জি‌বি-‌বিএসএফের মধ্যে ‌বিদ‌্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব‌্যাপা‌রে উভয় পক্ষ একমত হয়।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর